Industrial Attachment হল শিক্ষা জীবনের এমন একটি ধাপ, যেখানে একজন ডিপ্লোমা বা বিএসসি কোর্সের শিক্ষার্থী তার নিজের সাবজেক্ট অনুযায়ী বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের জন্য কোনো অফিস বা ইন্ডাস্ট্রিতে নির্দিষ্ট সময়ের জন্য কাজ করে। এটি মূলত একটি ধরনের Internship, যেখানে শিক্ষার্থীরা তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি প্রাকটিক্যাল দক্ষতা অর্জন করে। সাধারণত ৪ বছর মেয়াদী যেকোনো প্রযুক্তিগত কোর্সের শেষ দিকে এই Industrial Attachment করতে হয়, যেন শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রে তাদের শেখা বিষয়গুলো প্রয়োগ করতে পারে।
যেসব শিক্ষার্থী ডিপ্লোমা বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়েন, তাদের বেশিরভাগই পরে চাকরি করেন বিভিন্ন টেকনিক্যাল প্রতিষ্ঠানে—যেমন Software Company, Web Development Firm, Networking Sector, Electrical Industry কিংবা IT-ভিত্তিক অন্য কোনো প্রতিষ্ঠানে। এসব প্রতিষ্ঠানে কাজ করতে হলে প্র্যাকটিক্যাল স্কিল খুব জরুরি। সেই প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীরা যে ট্রেনিং নেয়, সেটিই হচ্ছে Industrial Training।
মূলত, Industrial Training হলো সেই কোর্স বা প্রক্রিয়া, যার মাধ্যমে একজন শিক্ষার্থীকে ইন্ডাস্ট্রি-উপযোগী করে গড়ে তোলা হয়। আর এই Training এর সময়েই সে বাস্তব কাজ শেখে—যেটাকে অনেকেই Internship বা Industrial Attachment নামেও চেনে।
কারন Fabotronix Ltd শুধু কোন ট্রেনিং সেন্টার নয়, বরং এখানে ম্যানুফেকচারিং এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সলিউশন দেয়া হয়। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কর্মরত ইঞ্জিনিয়ারদের আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি।
নতুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কথা মাথায় রেখে Fabotronix তিনমাসের একটি কোর্স এমনভাবে ডিজাইন করেছে। যাতে আপনার বেসিকটা ভালভাবে বিল্ডআপ করে ইন্টারমিডেয়েট লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে। যেন ইন্ডাস্ট্রিতে ঢুকার পর এরকম পরিস্থিতি না হয় যে, আপনি কোনো মেশিনের অপারেশন সিকুয়েন্স বুঝতে পারছেন না, বা কাজটি আপনি ঠিকঠাক মত করতে পারবেন না।
স্টুডেন্টদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধাসমূহ :
Fabotronix কোন ট্রেনিং সেন্টার নয়, বরং Fabotronix হল একটি লিমিটেড কোম্পানি।
যোগ্য শিক্ষাথীদের জন্য রয়েছে ট্রেনিং শেষে আমাদের কোম্পানিতে কাজ করার সুবর্ণ সুযোগ।
আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কর্মরত ইঞ্জিনিয়ারদের ট্রেনিং প্রদান করে থাকি।
আমাদের রয়েছে সুদক্ষ সম্মানিত ট্রেইনারবৃন্দ। যারা বাহিরের দেশ কানাডা এবং ফিনল্যান্ডের সুনামধন্য ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষায় ডিগ্রি অর্জ ন করে বর্তমানে Fabotronix পরিচালনার দায়িত্বে রয়েছেন।
শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাস রুম।
প্রতিটি স্টুডেন্টের জন্য পৃথক পৃথক কম্পিউটার এবং অটোমেশন সেটাপ।
ফেবোট্রনিক্স ISO 9001সার্টিফাইড এবং বিসিক দ্বারা অনুমোদিত।
কোনো ক্লাস বুঝে না আসলে পার্সোনালি সময় নিয়ে ট্রেনিং দেয়া হয়।
আমাদের কোম্পানি থেকে বিগত বছরগুলোতে যারা ট্রেনিং নিয়েছে, বর্তমানে তারা সবাই দেশের বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছেন।
MSc In RF Engineering
Tampere University, Finland
Electrical Engineering
University Of Toronto, Canada
BSc In EEE
Diploma Engineering In Electronics
BSc In EEE
Diploma Engineering Electronical
BSc In EEE
Diploma Engineering In Electronics
BSc In EEE
Diploma Engineering







Copyright © 2022 Fabo Tronix. all rights reserved