INDUSTRIAL ATTACHMENT TRAINING

industrial attachment

বিগত বছরগুলোর ন্যায় এই বছর ও জুন থেকে শুরু হতে যাচ্ছে তিনমাস ব্যাপী
Fabotronix কর্তক আয়োজিত
Industrial Attachment Training

কেন Industrial Attachment Training করবেন?

Diploma In Engineering  এর কোর্স শেষ করার পর একজন শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতা থাকেনা বিধায় তাকে ইন্ডাস্ট্রিতে ঢুকার জন্য অনেক স্ট্রাগল করতে হয়।

এজন্য একজন শিক্ষার্থীর উচিত Industrial Attachment এর ট্রেনিং এর জন্য একটি ভাল কোম্পানি সিলেক্ট করা।

 

Fabotronix কোনো ট্রেনিং সেন্টার নয়, বরং  একটি লিমিটেড কোম্পানি। আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সলিউশন প্রদান করে থাকি। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কর্মরত ইঞ্জিনিয়ারদের আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি। 

 

Fabotronix কোনো ট্রেনিং সেন্টার নয়, বরং  একটি লিমিটেড কোম্পানি। আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সলিউশন প্রদান করে থাকি। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কর্মরত ইঞ্জিনিয়ারদের আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি। 

 

আমরা সাধারণত ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল সলিউশন, রিসার্চ এন্ড ডেভোলপমেন্ট, মাইকো কন্ট্রোলার বেইসড অটোমেশন, পাওয়ার সিস্টেম, ইডুকেশনাল ল্যাব সেটাপ নিয়ে কাজ করে থাকি।

 

নতুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কথা মাথায় রেখে Fabotronix তিনমাসের একটি কোর্স এমনভাবে ডিজাইন করেছে। যাতে আপনার বেসিকটা ভালভাবে বিল্ডআপ করে ইন্টারমিডেয়েট লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে। যেন ইন্ডাস্ট্রিতে ঢুকার পর এরকম পরিস্থিতি না হয় যে, আপনি কোনো মেশিনের অপারেশন সিকুয়েন্স বুঝতে পারছেন না, বা কাজটি আপনি ঠিকঠাক মত করতে পারবেন না

Industrial Attachment Training এর জন্য কেন Fabotronix কে বেছে নিবেন?


  • Fabotronix কোন ট্রেনিং সেন্টার নয়, বরং Fabotronix হল একটি কোম্পানি।

  • যোগ্য শিক্ষাথীদের জন্য রয়েছে ট্রেনিং শেষে আমাদের কোম্পানিতে কাজ করার সুবর্ণ সুযোগ।

  • আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কর্মরত ইঞ্জিনিয়ারদের ট্রেনিং প্রদান করে থাকি।

  • আমাদের রয়েছে সুদক্ষ সম্মানিত ট্রেইনারবৃন্দ। যারা বাহিরের দেশ কানাডা এবং ফিনল্যান্ডের সুনামধন্য ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বর্তমানে Fabotronix পরিচালনার দায়িত্বে রয়েছেন।

  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাস রুম।

  • প্রতিটি স্টুডেন্টের জন্য পৃথক পৃথক কম্পিউটার এবং অটোমেশন  সেটাপ।

  • ফেবোট্রনিক্স ISO 9001সার্টিফাইড এবং বিসিক দ্বারা অনুমোদিত।

  • কোনো ক্লাস বুঝে না আসলে পার্সোনালি সময় নিয়ে ট্রেনিং দেয়া হয়।

  • আমাদের কোম্পানি থেকে বিগত বছরগুলোতে যারা ট্রেনিং নিয়েছে, বর্তমানে তারা সবাই দেশের বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছেন।

বিস্তারিত জানতে নক করুন আমাদের ফেসবুক পেইজে, অথবা মেসেজ করুন আমাদের হোয়াটসএপ নাম্বারে :

আমাদের ট্রেনিং চলাকালিন কিছু চিত্র

industrial attchment training

আমাদের সম্মানিত ট্রেইনারবৃন্দ

SHAHED ALAM

CHAIRMAN
MSc In RF Engineering
Tampere University, Finland.

NABIL CHOWDHURY

CEO/MANAGING DIRECTOR
Electrical Engineering
University Of Toronto, Canada.

NUR ALAM SIDDIQUE

DIRECTOR
BSc In EEE
Diploma Engineering In Electronics

REZAUL HAQUE

EXECUTIVE ENGINEER
BSc In EEE
Diploma Engineering Electronical.

SAKHAWAT HOSSAIN

INDUSTRIAL ENGINEER
Diploma Engineer
Romdo Polytechnic Institute, Mymenshing.

sabbir ahmed

SABBIR AHMED

IT ENGINEER
BSc In EEE
Diploma Engineering In Electronics

MEHDI HASAN

ASSISTANT ENGINEER
BSc In EEE
Diploma Engineering

আমাদের ল্যাবের কিছু চিত্র

industrial lab
Fabotronix থেকে সফলভাবে কোর্স কমপ্লিট করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কর্মরত আমাদের কয়েকজন ছাত্রবৃন্দের সাক্ষাৎকার।
× Chat With Us